ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন শিবির

ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, পশ্চিম বর্ধমান জেলা শাখার উদ্যোগে এথোরা শ্রীশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের DLSA এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ বিতরণের মাধ্যমে এবং সকলকে পরিবেশ সম্পর্কে সচেতন ও দায়িত্বশীল থাকার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DLSA-র প্রতিনিধি শ্রী অনির্বাণ দাস; অ্যাসোসিয়েশনের মহাকুমা সভাপতি শ্রী বিনয় কুমার; জেলা সহ-সভাপতি ইন্দ্রনাথ সরকার; সালানপুর ব্লকের সম্পাদক কৃষ্ণকান্ত চৌহান; অফিস সম্পাদক প্রণব চন্দ্র; সালানপুর ব্লকের সভাপতি হরজিৎ সিং।

অনুষ্ঠানের মঞ্চ সঞ্চালনা করেন জেলা মুখপত্র অশোক কুমার সিনহা এবং তিনি মানবাধিকার সম্পর্কেও আলোচনা করেন। DLSA-র প্রতিনিধি শ্রী অনির্বাণ দাস আইনের ভূমিকা, সাইবার অপরাধ, শিশু আইন এবং নানান আইনি বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করেন। মহকুমা সভাপতি শ্রী বিনয় কুমার মানবাধিকার অ্যাসোসিয়েশন কিভাবে সাহায্য করতে পারে, মানবাধিকার কী, এবং আমাদের জীবনে তার গুরুত্ব ও প্রয়োগ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

অনুষ্ঠান দেখে উপস্থিত ছাত্রছাত্রী ও শিক্ষকগণ অ্যাসোসিয়েশনের এই সচেতনতা অভিযানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষকগণ—কৌশিক কারক, তনুশ্রী মুখার্জি, উত্তম মণ্ডল, কিষ্ণেন্দু মাজি, সুদীপ্ত মাঝি, মঞ্জুষা নিয়োগী, প্রিয়রঞ্জন দাস, লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী, দীক্ষিত চক্রবর্তী, যাদব আচার্য্য, শান্তনু ব্যানার্জি, শুভাশীষ রায়, রাজীব ঘোষ, পূর্ণিমা সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *