অন্য অভিনেত্রীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতা নিয়ে ঝগড়া, কেঁদে ফেলেছিলেন রেখা

সত্তর-আশির দশকে বলিউডে সবচেয়ে আলোচিত গুজবগুলোর একটি ছিল অমিতাভ বচ্চন ও রেখার প্রেমকাহিনি। যদিও দুজনেই কখনো সেই সম্পর্ক স্বীকার করেননি, তবে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে বহুবার মুখ খুলেছেন। সাংবাদিক ইয়াসির উসমানের লেখা রেখার জীবনীতে এই সম্পর্কের বহু দিক উঠে এসেছে। আর সেই সব ঘটনা থেকে সবচেয়ে আলোচিত ছিল ‘লাওয়ারিস’-এর সেটে ঘটে যাওয়া এক উত্তপ্ত মুহূর্ত।

অভিনেত্রী নেলির জন্য বিবাদ?
‘লাওয়ারিস’-এর শুটিং চলাকালীন নটরাজ স্টুডিওতে অমিতাভ ও রেখার মধ্যে একবার তুমুল তর্ক হয়। পরিচালক প্রকাশ মেহরা ঘটনাটি স্মরণ করে রেখার আত্মজীবনীতে বলেছেন, ‘সেট ছিল আমার, নটরাজ স্টুডিওতে। ওদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। রেখা কাঁদছিল। আমি ওকে ডেকে বলি, শান্ত হও। সব নাটকটাই নেলিকে ঘিরে ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *